Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সেবা সমূহ

 সেবা প্রদানের পদ্ধতি

 সেবা প্রদানের স্থান

সময়সীমা

তাঁতী সমিতি গঠন ও নিবন্ধন প্রদান

তাঁতী সদস্যদের আবেদন এর প্রেক্ষিতে কমপক্ষে ১০ জন তাঁতী নিয়া একটি সমিতি গঠন করা হয় এবং তা নিবন্ধন এর জন্য সুপারিশ করে অনুমোদনের জন্য বতাঁবো প্রদান কার্যালয়ে প্রেরণ করা হয়।

বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টার কাহালু

বাতাঁবো প্রধান কার্যালয় কর্তৃক সময় নির্ধারন

গ্রুপ গঠন ও ক্ষুদ্র প্রান্তিক তাঁতীদের তাঁত ঋণের সুবিধা প্রদান

তাঁতী সদস্যদের নিকট হতে তাঁত ঋণের আবেদন পাওয়ার পর তা যাচাই বাছাই করে সুপারিশ করে অুনমোদনের জন্য বাতাবো প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয় এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সাপেক্ষে তা বিতরণ করা হয়।

বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টার কাহালু

বাতাঁবো প্রধান কার্যালয় কর্তৃক সময় নির্ধারন

তাঁতী সমিতির মাধ্যমে সুতা ও রং রসায়ন আমদানীর ক্ষেত্রে সহযোগীতা প্রদান

তাঁতী সমিতি কর্তৃক চাহিদা মোতাবেক সুতা রং রসায়ন পাওয়ার আবেদন সুপারিশ করে প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়।

বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টার কাহালু

বাতাঁবো প্রধান কার্যালয় কর্তৃক সময় নির্ধারন

দুর্যোগ কালীন সময়ে তাঁতীদের দান/অনুদান/ভি,জি,এফ সাহায্য প্রদানের ব্যবস্থা করা

সমিতির সভাপতি/সম্পাদক এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ তাঁতীদের নামের তালিকা সংগ্রহ করা হয় এবং তা সুপারিশ করে অনুমোদনের জন্য বাতাবো প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়।

বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টার কাহালু

বাতাঁবো প্রধান কার্যালয় কর্তৃক সময় নির্ধারন

তাঁতী সমিতি পরিদর্শন অডিট করা ও কর্তৃপক্ষকে অবগতি করান।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোন তাঁতী সমিতি জরিপ করা ও তথ্য সংগ্রহ পূর্বক সংরক্ষন ও প্রেরণ

বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টার কাহালু

বাতাঁবো প্রধান কার্যালয় কর্তৃক সময় নির্ধারন